Header Ads

Header ADS

দেখে নিন প্রথম পর্বের খেলা শেষে বিপিএলের রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে কে?

প্রথম পর্বের খেলা শেষে বিপিএলের রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন যারা…


• রাইলি রুশো:
বিপিএলে আসরের শুরু থেকেই প্রায় রান সংগ্রাহকের তালিকার সবার উপরে রয়েছেন রাইলি রুশো। ১২ ম্যাচের মধ্যে ১১ ইনিংসে ব্যাট করে ৫১৪ রান করেছেন তিনি। ইতোমধ্যেই ভেঙেছেন বিপিএলে এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড। একটি সেঞ্চুরি সহ রয়েছে ৪ অর্ধশতক তার। সর্বোচ্চ রান ১০০*।
• মুশফিকুর রহিম :
তালিকার দুইয়ে রয়েছেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম। একমাত্র বাংলাদেশী হিসেবে প্রত্যেক ম্যাচেই দুর্দান্ত খেলে যাচ্ছেন তিনি। ১২ ম্যাচে ৪১৮ রান করেছেন তিনি। রয়েছে ৩ টি অর্ধশতকের ইনিংস। সর্বোচ্চ রান ৭৫।

• নিকোলাস পুরান
তালিকার তিনে থাকা সিক্সার্স ব্যাটসম্যান নিকোলাস পুরান ১১ ম্যাচে করেছেন ৩৭৯ রান। রয়েছে ৩ টি অর্ধশতক। সর্বোচ্চ রান ৭২।
• লরি ইভান্স
বিপিএলের এবারের আসরের প্রথম সেঞ্চুরিয়ান রাজশাহী কিংসের ব্যাটসম্যান লরি ইভান্স রয়েছেন চারে। ১১ ম্যাচে ৩৩৯ রান করেছেন তিনি। এক সেঞ্চুরি সহ রয়েছে ২ টি ফিফটি। তার ১০৪* রানের ইনিংসটি এখন পর্যন্ত বিপিএল সর্বোচ্চ স্কোর।
• তামিম ইকবাল:
শীর্ষ পাঁচে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে রয়েছেন তামিম ইকবাল। আসরের প্রথম দিকে খারাপ খেললেও পরে ঠিকই ফর্মে এসেছেন তিনি। ১২ ম্যাচে ২ ফিফটিতে করেছেন ৩০৯ রান। সর্বোচ্চ রান ৭৩।
এছাড়াও অল্প কিছ রানের ব্যবধানে এর পরেই রয়েছেন জুনায়েদ, ইয়াসির আলীরাও।

No comments

Powered by Blogger.