ক্রিকইনফোর চোখে বিপিএল সেরা একাদশে যায়গা পেল বাংলাদেশী ৭ ক্রিকেটার।
ক্রিকইনফোর চোখে বিপিএল সেরা একাদশ
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাটে-বলে বরাবরই বিদেশিদের দাপট থাকে। কিন্তু ৬ষ্ঠ আসরের চিত্র কিছুটা ভিন্ন ছিল। এমনই একটি খবর দিচ্ছে ।
জনপ্রিয় ক্রিকেট বিষয়ক সাইট ক্রিকইনফো বিপিএলের সেরা একাদশ প্রকাশ করেছে। যাতে বাংলাদেশি ক্রিকেটারের ৭ জন আছেন। সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় প্রথম স্থানে আছেন বিদেশী রাইলো রুশো। তবে উইকেট সংগ্রহের তালিকায় সেরা পাঁচে নেই কোনো বিদেশি বোলার।
একাদশে আছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এবারের বিপিএলে ১৪ ম্যাচে তিনি করেছেন ৪৬৭ রান। অপরদিকে এক ম্যাচ বেশি খেলে নারাইন করেছেন ২৭৯ রান এবং বল হাতে ঘূর্ণিজাদু দেখিয়ে শিকার করেছেন ১৮ উইকেট।
তিন নম্বরে আছেন এবিডি ভিলিয়ার্স। প্রথমবার বিপিএল খেলতে আসা এবি ৬ ম্যাচে এক সেঞ্চুরিতে করেছেন ২৪৭ রান। ৪ নম্বরে আছেন এবারের বিপিএলের সবচেয়ে আলোচিত দেশি ক্রিকেটার ইয়াসির আলীর। চিটাগং ভাইকিংসের জার্সিতে ১১ ম্যাচে করেছেন ৩০৭ রান।
এবারের আসরে সর্বাধিক ৫৫৮ রানের মালিক হলেন রাইলি রুশো। তিনি আছেন ৫ নম্বরে। খেলেছেন ১৪ ম্যাচ। ৬ নম্বরে আছেন মুশফিকুর রহিম। ১৩ ম্যাচে করেছেন তৃতীয় সর্বোচ্চ ৪২৬ রান। সাতে জায়গা হয়েছে অল-রাউন্ডার সাকিব আল হাসানের। ব্যাট হাতে ৩০১ রান এবং বল হাতে সর্বাধিক ২৩ উইকেট নিয়েছেন তিনি। খেলেছেন ১৫ ম্যাচ।
৮ নম্বরে ক্যারিবীয় হার্ডহিটার আন্দ্রে রাসেল জায়গা পেয়েছেন। ১৫ ম্যাচে ২৯৯ রান এবং ১৪ উইকেট শিকার করেছেন তিনি। নয় নম্বরে আছেন মাশরাফি বিন মুর্তজা। ১৪ ম্যাচে নিয়েছেন ২২ উইকেট। আর ১২ ম্যাচে ২২ উইকেট নিয়ে তাসকিন আহমেদ ১০ নম্বরে এবং ১৫ ম্যাচে ২২ উইকেট নিয়ে ১১ নম্বর স্থানটি দখল করেছেন ঢাকা ডায়নামাইটসের পেসার রুবেল হোসেন।
একাদশ: তামিম, সুনীল নারিন, এবি ডিভিলিয়ার্স, ইয়াসির আলী, রাইলি রুশো, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আন্দ্রে রাসেল, তাসকিন আহমেদ, মাশরাফি বিন মর্তুজা ও রুবেল হোসেন।
No comments