সামনের ম্যাচটি লিটন দাসের জন্য অগ্নিপরীক্ষা! বাদ পড়তে পারেন ওয়ার্ল্ড কাপ থেকে।
সামনের ম্যাচগুলো লিটন দাসের জন্য অগ্নিপরীক্ষা!
লিটন দাস এর জন্য আগামী ২ টি ওডিআই খুবই ইম্পরট্যান্ট, এই ২ টা ম্যাচেই লিটন সুযোগ পাবে এবং যদি এই ২ টি ম্যাচে খুব খারাপ করে তাহলে লিটনের জন্য ওয়ার্ল্ড কাপ দলে থাকা প্রায় ইমপসিবল হয়ে যাবে।
লিটনের কাজ কঠিন হওয়ার কারণ:
১। ইমরুল কায়েসের বাদ পড়া নিয়ে অনেক কথা উঠেছে,তাই ইমরুল কে উপেক্ষা করা আরেকটি সিরিজের জন্য কঠিন হবে যদিনা লিটন,সৌম্য খুব ভাল ইনিংস খেলে,সৌম্য ইতিমধ্য আজকে কিছুটা সফল সাথে সৌম্যর পজিশন ৩ এ হওয়ায় লিটনের মূল লড়াইটা ওপেনার ইমরুল এর সাথে যদিও ফেসবুক আর মিডিয়ায় লড়াইটা ইমরুল বনাম সৌম্য দেখানো হয়েছে যদিও সেটা আমার মতে লিটন-ইমরুল হওয়ার কথা।
২। মিথুনের আজকের ইনিংসটা মিথুনকে ওয়ার্ল্ড কাপ দলে রাখার জন্য এগিয়ে নিয়েছে। আমার ধারণা ছিল ইমরুল ওয়ার্ল্ড কাপ এ দলে আসবে তবে তখন হয়তো মিথুনের উপর কোপটা পড়তো,তবে সাকিবের ইনজুরিতে সুযোগ পাওয়া মিথুন ভাল ইনিংস খেলে ফেলায় এটা করার সুযোগ আর থাকছে না,ফলে টিম ম্যানেজমেন্ট কে ইমরুল,সৌম্য,লিটন থেকে ২ জন চুজ করতে হবে।
২। মিথুনের আজকের ইনিংসটা মিথুনকে ওয়ার্ল্ড কাপ দলে রাখার জন্য এগিয়ে নিয়েছে। আমার ধারণা ছিল ইমরুল ওয়ার্ল্ড কাপ এ দলে আসবে তবে তখন হয়তো মিথুনের উপর কোপটা পড়তো,তবে সাকিবের ইনজুরিতে সুযোগ পাওয়া মিথুন ভাল ইনিংস খেলে ফেলায় এটা করার সুযোগ আর থাকছে না,ফলে টিম ম্যানেজমেন্ট কে ইমরুল,সৌম্য,লিটন থেকে ২ জন চুজ করতে হবে।
লিটনের জন্য পজিটিভ সাইড:
ওয়ার্ল্ডকাপ এ যেহেতু যখন তখন টিম পালটানো যায় না,তাই সব দলেই একজন ব্যাকআপ উইকেটকিপার রাখে,যদিও দলে মিথুন আছে তবুও আমার মনে হয় ব্যাকআপ উইকেটরক্ষক হিসাবে লিটনকে বিবেচনা করতে পারে টিম ম্যানেজমেন্ট, এটা একটা প্লাস পয়েন্ট লিটনের।
আবার সাব্বির খুব খারাপ খেললে হয়তো টিম ম্যানেজমেন্ট উইন্ডিস টুরের মত ইমরুল,সৌম্য,লিটন ৩ জনকে দলে রাখবে, তবে এটা করলে দলের ব্যালেন্স খুব একটা ভাল হয়না,তাই এটা হওয়ার পসিবিলিটি খুব কম।
যদিও সাব্বির খুব খারাপ খেললে হয়তো এটাই করবে,তখন মিথুন ৬ এ আর রিয়াদ ৭ এ ফিনিশিং করার জন্য থাকবে।
তাই আপাতত লিটনের কাছে শেষ ২ ইনিংসে ভাল করার বিকল্প নাই,যতই কোচ,মাশরাফি লেফট,রাইট কম্বিনেশন এর কথা বলুক না কেন,লিটন এই সিরিজে পারফরমেন্স দেখাতে না পারলে তাকে ওয়ার্ল্ড কাপ দলে তারা চাইলেও রাখতে পারবে না।
দেখা যাক আগের বারের মত শেষ সময়ে ঝলক দেখিয়ে নিজেকে ওয়ার্ল্ড কাপ দলে রাখতে পারেন কি না?
দেখা যাক আগের বারের মত শেষ সময়ে ঝলক দেখিয়ে নিজেকে ওয়ার্ল্ড কাপ দলে রাখতে পারেন কি না?
No comments