নিউজিল্যান্ডের ঝড় মিরপুরে তুললেন থিসারা।
বিধ্বংসী শব্দটাও মাঝেমধ্যে কম হয়ে যায় কিছু ইনিংসের বর্ণণায়! কিউইদের বিপক্ষে ২য় ওয়ানডে দিয়ে শুরু, শেষ ওয়ানডে/ একমাত্র টি-টোয়েন্টির পর এবার বিপিএলেও চলছে পেরেরার ব্যাটিং তান্ডব। আজকের ৭৪* রানের ইনিংসসহ শেষ ৪ ইনিংসে ২১ বাউন্ডারির পাশাপাশি অভার বাউন্ডারি গুণে গুণে ২৪টি!!
লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরার শেষ ৪ ইনিংসের ব্যাটিং পরিসংখ্যান-
৭৪ বলে ১৪০ রান (স্ট্রাইকরেট ১৮৯)
৬৩ বলে ৮০ রান (স্ট্রাইকরেট ১২৬)
২৪ বলে ৪৩ রান (স্ট্রাইকরেট ১৭৯)
২৬ বলে ৭৪ রান (স্ট্রাইকরেট ২৮৪)
৬৩ বলে ৮০ রান (স্ট্রাইকরেট ১২৬)
২৪ বলে ৪৩ রান (স্ট্রাইকরেট ১৭৯)
২৬ বলে ৭৪ রান (স্ট্রাইকরেট ২৮৪)
অলরাউন্ডার পেরেরার ব্যাট হাতে ক্যামিও খেলার এ্যাবিলিটি কারো অজানা নয়, কিন্তু ব্যাট হাতে এমন ধারাবাহিক বিধ্বংসী ইনিংস?? বিশেষ করে কিউইদের বিপক্ষে ১৪০ রানের ইনিংসটার কথা বলতে হয়, লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে একাই বোল্ট/সাউথিদের বিপক্ষে লড়ে ম্যাচটা প্রায় জিতিয়েই দিয়েছিলেন দলকে। হারলেও ক্রিকেটবোদ্ধারা প্রশংসায় ভাসিয়েছিলেন সেই ইনিংসের জন্য। আজও এবারের আসরে প্রথম ম্যাচ খেলতে নেমেই যেভাবে খেললেন ফ্রাইলিঙ্ক/রাহিদের, তাতে এখন পর্যন্ত সুবিধাজনক অবস্থানে থাকা ভিক্টোরিয়ান্স শিবির উচ্ছসিত হওয়ার ই কথা।
No comments