আসন্ন নিউজিল্যান্ড এর বিপক্ষে ওয়ানডে ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ প্রকাশ।
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজ
আগামী ১৩ই ফেব্রুয়ারী ২০১৯ বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজ ১ম ওডিয়াই।
চলুন আমরা একাদশ এবং ব্যাটিং পজিশন নিয়ে একটু কথা বলি,আমি আমার ভাবনা শেয়ার করলামঃ-
১। তামিম ইকবালঃ-- ফর্ম,ক্লাস সব দিক দিয়েই উনি এই পজিশন গত ১২ বছর ধরে উনার করে রেখেছেন, তাই এই পজিশন নিয়ে আমরা একটু নির্ভার।উনি ক্লিক করলে ম্যাচ ৬০% আমাদের হয়ে যায়।তাই চাইবো উনি বিপিএল এর ফর্ম এইখানে টেনে আনুক।
নোটেডঃ- ফার্গুসন এর বাউন্সারে পুল করতে গিয়ে একটু অসুবিধায় পড়বে আর সাউদির ইনসুইং উনাকে ভোগাবে।
২। লিটন দাসঃ- বিশ্বকাপ চিন্তাই এই পজিশনে আপাতত উনিই ফিক্সড। ফর্মে থাকলে কি করেন সেটা আমাদের সবার ই জানা।আমি এই সিরিজে উনার কাছে ২ টা ফিফটি আশা করছি।
নোটেডঃ- ট্রেন্ড বোল্ট এর আউটসুইং খুব ভোগাবে উনাকে।তবে সাউদিকে খেলে দিবেন আশা রাখি।
৩। সৌম্য সরকারঃ- প্রথম ম্যাচেই ক্লিক করার সম্ভাবনা ৬০% ফার্গুসন কে একমাত্র আপনিই খেলে দিতে পারেন। বোল্ট কে দু - তিনটা অফ সাইডে আর ফ্লিক করে চার মেরে দিয়েন এর পর আর জায়গা পাবে না আপনার সামনে।
নোটেডঃ- সাউদির বলে এলবিডব্লিউ এবং স্লিপে ক্যাচ দিবেন আপনি
৪। মুশফিকুর রহিমঃ আপনার জন্য এই জায়গা বরাদ্দ। আপনি সবাইকে খেলে দিবেন জানি।তবে অনুরোধ ম্যাচ শেষ করে আসার চেষ্টা করবেন।
নোটেডঃ- সান্টনার ভোগাবে উনাকে। লেগ বিফোর আর না হলে উনার পছন্দের শটে ক্যাচ হওয়ার সম্ভাবনা আছে।
৫। মোঃ মিথুনঃ- প্লেয়ার হিসেবে আপনি অনেক ভাল তবে আমি আপনাকে এই কন্ডিশনে চায় না।পুল শটে ৬ মারা প্লেয়ার ছাড়া অন্য কেও এইখানে বেমানান। তবুও সাকিব যখন নেই আপনি এই জায়গায় খেলবেন এক্সট্রা ব্যাটসম্যান হিসেবে তাই চাইবো স্বাভাবিক খেলার চেষ্টা করবেন।ব্যাক আপ কাউকে নিলে কোপ পড়বে আপনার উপর।
নোটেডঃ- ফার্গুসনেই ভয়।দেখে খেলবেন পুল দরকার হলে খেলিয়েন না তাও মিসটাইমিং হয়ে ক্যাচ দিয়েন না ❤
৬। মাহমুদুল্লাহ রিয়াদঃ- সব দিকেই স্ট্রং আপনি এইবার সু্যোগ পেলে ম্যাচ ক্লোস করে আসিয়েন।খুব করে চাইছি ফিনিসার হিসেবে আপনার বেস্টটা দিবেন।
নোটেডঃ- ইশ সোদি কে একটু দেখে খেলবেন।লেগ বিফোর হওয়ার সম্ভাবনা বেশি আপনার উনার বলে
৭। সাইফুদ্দিনঃ- সাকিব ভাই না থাকাতে একজন বোলার পুরো কম।পুরো বিপিএলে অসাধারণ পারফর্ম করেছেন।তাই বোলিং নিয়ে কিছু বলবো না।স্লোয়ার আর ইয়র্কার এর মিশ্রণ টা ধরে রাখবেন।
নোটেডঃ- ভাই এই সিরিজে রান পাবেন।
৮। মেহেদী মিরাজঃ- ভবিষ্যত ক্যাপ্টেন আপনার কাছে এতোদিন টিম মাঝে মাঝে ব্যাটিং চাইছে পুরোদমে না।তবে এই সিরিজে আপনাকে একটু উপরে নিচে উঠানো হবে তখন খেলে দিয়েন বড় ভাই।
বোলিং এ মুনরো কে আপনার ই খেতে হবে তাই ওভাবেই ভাববেন।
বোলিং এ মুনরো কে আপনার ই খেতে হবে তাই ওভাবেই ভাববেন।
নোটেডঃ- উইলিয়ামসন আর মুনরো কে ভোগাবে মিরাজ।
৯। মাশরাফি বিন মর্তুজাঃ- বরাবর এর মতো ওপেনিং স্পেল টা আপনার কাছে অসাধারণ চাই।নিউজিল্যান্ডের শক্তি টপ অর্ডার ঝড়। তাই মার খেলেও আপনি ২ উইকেট তুলে নিতে পারলে আমরা ম্যাচে থাকবো।
নোটেডঃ- উইলিয়ামসন এর হাতে মার খেয়ে যাতে পারে।
১০। রুবেল হোসেনঃ- বিপিএলে ভাই পুরো ফর্মে ছিলো। সেই ফর্ম টা টেনে আনার জন্যই প্রথম ম্যাচ খেলবেন আপনি অবশ্যই । কাটার, শর্ট, মারার জন্য ম্যাশ ভাই আর মুস্তাফিজ থাকবে তাই আপনি ব্লক আর ইয়র্কারে নজর দিয়েন।
নোটেডঃ- ডেথে এইবার ভাই ভালো করবে।
১১। মুস্তাফিজুর রহমানঃ- আশা করি মিডলে বোলিং আসবেন বাম হাতি ব্যাটসম্যান দের কে একটু ভেবে বল করিয়েন।আপনার বল ডানহাতি দের জন্য চমৎকার। বামহাতি দের একটু ব্লকে বল করার চেষ্টা করিয়েন ওইটাই সেইফ আপনার জন্য।
No comments