জেনে নিন ২০১৯ সালের কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী বাংলাদেশী ক্রিকেটারদের কার কত বেতন?
কেন্দ্রীয় চুক্তিতে নতুন মুখ চারটি।
আজ নতুন করে কেন্দ্রীয় চুক্তিতে আসলেন বিসিবি। নতুন চুক্তিতে সুযোগ পেয়েছেন চারজন ক্রিকেটার। তারা হলেন আবু জায়েদ রাহী, সাইফউদ্দিন, নাইম হাসান ও খালেদ আহমেদ। এবং এক বছর পর আবারো কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন ইমরুল কায়েস।
নতুন চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করা হলোঃ-
এ-প্লাস ক্যাটাগরিতে আছেনঃ-
মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
এ-ক্যাটাগরিতে আছেনঃ-
ইমরুল কায়েস, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।
বি-ক্যাটাগরিতে আছেনঃ-
মুমিনুল হক সৌরভ, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।
রুকি ক্যাটাগরিতে আছেনঃ-
আবু হায়দার রনি, আবু জায়েদ রাহী, সাইফউদ্দিন, নাঈম হাসান ও সৈয়দ খালেদ আহমেদ।
ক্যাটাগরি অনুযায়ী বেতনঃ-
এ+ ক্যাটাগরি:৪,০০,০০০/=
এ ক্যাটাগরি:৩,০০,০০০/=
বি ক্যাটাগরি: ২,০০,০০০/=
রুকি ক্যাটাগরি:১,৫০,০০০/=
No comments