Header Ads

Header ADS

এবাদত হোসেনের ম্যান অব দ্য ম্যাচ পারফরমেন্স জয় দিয়েই শেষ করল সিলেট।

চাকুরি করেন বাংলাদেশ বিমান বাহিনীতে। সেখান থেকেই অংশ নিয়ে ছিলেন পেসার হান্টে। এরপর আর পেছনে ফিরে থাকাতে হয়নি মৌলভীবাজারের বড়লেখার ছেলে এবাদত হোসেনকে। দ্বিতীয়বার বিপিএলে নাম লিখিয়ে ছিলেন নিজ বিভাগের ফ্র্যাঞ্চাইজিতে। শুরুতে একাদশে সুযোগ মিলেনি।
.
তবে শেষ দিকে এসে একাদশে সুযোগ পেয়ে গতির ঝড় তুলে এবাদত সিলেট টিম ম্যানেজম্যান্টের আফসোসও হয়তো বাড়িয়েছেন। উড়তে থাকা চিটাগং ভাইকিংসকে মাটিতে নামিয়েছেন আগুনে বোলিংয়ে। ক্যারিয়ার সেরা বোলিং করে হয়েছেন ম্যাচ সেরা। এবাদত-অলকদের বোলিং তোপে ১৩৬ রানে গুটিয়ে গেছে প্রতিপক্ষরা। দল জিতেছে ২৯ রানে। সিক্সার্সরা বিপিএল মিশন তাই শেষ করলো জয় দিয়েই।


শেষ চারে খেলতে পারেনি সিলেটের ফ্র্যাঞ্চাইজিটি। দুর্দান্ত দল গঠন করেও সেরা একদাশ বের করতে পারেনি তাঁরা। হার দিয়ে টুর্ণামেন্ট শুরু করা সিক্সার্সরা জয় দিয়ে শেষ করতে পেরেছে, আপাতত এটাই শান্তনা। আগে ব্যাট করে সিলেট ১৬৫ রান তুলে। ১৬৬ রানের জবাবে খেলতে নেমে চিটাগং এবাদতের আগুনে বোলিংয়ে হার নিয়ে মাঠ ছাড়ে।
.
৪ ওভার বোলিং করে এবাদত হোসেন খরচ করেছেন মাত্র ১৭ রান। শিকার করেছেন ৪টি উইকেট। মেহেদী হাসান রানা একটি ক্যাচ মিস না করলে হয়তো ৫ উইকেটও নামের পাশে যোগ করতে পারতেন এই পেসার। ম্যাচ সেরা হয়েই শেষ করেছেন ষষ্ঠ বিপিএলের মিশন।

No comments

Powered by Blogger.