টি টুয়েন্টি ইতিহাসে নতুন রেকর্ড গড়লো আফগানরা।
আন্তর্জাতিক টি টুয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে দলীয় সর্বোচ্চ ২৭৮ রানের রেকর্ড গড়লো আফগানরা। দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে জাজাই তাণ্ডবে এই পাহাড়সম রান সংগ্রহ করে আফগানরা। দলীয় ১৯.১ ওভারেই অজিদের করা ২৬৩ রানের রেকর্ড ভেঙ্গে দেয় তারা। নির্ধারিত ২০ ওভারে আসে মোট ২৭৮ রান।
এর আগে ২য় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি টুয়েন্টিতে দেড়শতাধিক রানের মাইলফলক স্পর্শ করেন আফগান ওপেনার হযরত উল্লাহ জাজাই। তার সংগ্রহ ৬২ বলে ১৬২* রান। ছক্কা হাঁকিয়েছেন ১৬ টি, চার ১১ টি।
আন্তর্জাতিক টি টুয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডটিও নিজের করে নিয়েছেন। ৬ষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টি টুয়েন্টিতে ব্যাট ক্যারি করলেন তিনি।
আন্তর্জাতিক টি টুয়েন্টির সর্বোচ্চ রানের জুটি গড়লেন দুই আফগান ব্যাটসম্যান জাজাই এবং গনি। এখন পর্যন্ত ১৭.২ ওভার শেষে এই দুই ব্যাটসম্যানের সংগ্রহ ২৩৬ রান। হযরত উল্লাহ জাজাই ব্যাট করছেন ১৪৫* রানে আর উসমান গনি ৭৩* রানে।
এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে দুইশতাধিক রানের জুটি একবারই হয়েছিলো। দুই অজি ওপেনার অ্যারন ফিঞ্চ এবং আর্চি শর্ট করেছিলেন ২২৩ রান। সে ইনিংসে ১৭২ রান করেন অ্যারন ফিঞ্চ। আন্তর্জাতিক টি টুয়েন্টিতে এটি সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
জাজাইয়ের সামনে সুযোগ এসেছে সেই রেকর্ড নিজের করে নেওয়ার। ২য় ব্যাটসম্যান হিসেবে দেড়শতাধিক রান করার সুযোগ তো থাকছেই।
No comments