Header Ads

Header ADS

কুশল মেন্ডিসের ব্যাটে ইতিহাস গড়েই ফেলল লংকানরা!

কুশল মেন্ডিস ও ফার্নান্দোর ব্যাটে ইতিহাস গড়েই ফেলল লংকানরা! এশিয়ার প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জয় করলো শ্রীলঙ্কা! শ্রীলঙ্কায় এশিয়ার প্রথম ও একমাত্র দল হিসেবে প্রোটিয়াদের মাঠে টেস্ট সিরিজ জেতার রেকর্ড গড়লো।
.
পোর্ট এলিজাবেথে ২য় টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংসে ২২২/১০ রান করে অলঅাউট হয়, তারপর শ্রীলঙ্কাও ১ম ইনিংসে ১৫৪/১০ রানে অলআউট হয়ে ৬৮ রানে পিছিয়ে যায়! তারপর দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংসে মাত্র ১২৮/১০ রানে গুটিয়ে গেলে শ্রীলঙ্কার জয়ের ইতিহাস গড়ার জন্য ১৯৬ রান তথা ১৯৭ রানের টার্গেট দাড়ায়।


শ্রীলঙ্কা অাজ অনায়াসে ১৯৭/২ রান করে ৮ উইকেটে শোচনীয় ভাবে দক্ষিণ আফ্রিকাকে ধরাশায়ী করতে সক্ষম হলো। ২য় ইনিংসে শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করে অপরাজিত কুশল মেন্ডিস এবং তার পার্টনার ফার্নান্দো ৭৫ রান করে অপরাজিত। কুশল ও ফার্নান্দোর ব্যাটে অবশেষে স্ট্রাগল করা শ্রীলঙ্কায় করলো এশিয়ার প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয়।
.
২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করা এই টেস্ট সিরিজে শ্রীলঙ্কার জয়ের অন্যতম উৎস তাদের পেসাররা। অাহামরি না হলেও এই প্রোটিয়া সফরে দলের হয়ে দুর্দান্ত বোলিং করেছে লংকানদের সব পেসাররাই।
.
১ম টেস্টে ৩০০+ রান তাড়া করে জেতা ম্যাচে একাই লড়ে ইতিহাসের পাতায় ঠাঁই করে নেন লংকান ব্যাটসম্যান কুশাল পেরেরা ১৫৩* রানের মহাকাব্যিক ম্যাচ জেতানো ইনিংস খেলে! প্রতিপক্ষের পেস অ্যাটাকের মুখে শেষ উইকেট জুটিতে বোলার ফার্নান্দোকে নিয়ে ম্যাচ জিতিয়েছিলেন কুশাল পেরেরা।

No comments

Powered by Blogger.